একদিন হঠাৎ করে চলে যাবো জেনো
শিশির যেমন মিলায় ভোর রাতে
বাঁচবে তুমি নিজের মতন করে
নতুন খেলায় উঠবে তখন মেতে
ভাববে আগেই গেলাম না কেন
যেদিন আঘাত পেয়ে নরম হবে মন
তখন তুমি মূর্তি গড়ার এঁটেল মাটির জন
আঘাত দিতে বাজবে তখন ব্যাথা
সেদিন তুমি শুনবে তারার কথা
আমার কণ্ঠ পাও যদি তার মাঝে
চোখের কোণ জমবে উষ্ণ সাঁঝে
জানবে সেদিন আঘাত পেয়েও হাসে
কেন কেউ কেউ বার বার ভালোবাসে
সেদিন তুমি খুঁজবে আমায় খুব
বুকভরা অভিমানে নির্বাক নিশ্চুপ
মনটা অচল সেই কথাটিই ভেবে
কেই বা তোমার আঘাত খুঁজে নেবে
সেদিন হালকা হাওয়ায় আলতো ছোবো নিজে
জানি, আঘাত করেই ভালোবেসেছ যে
শিশির যেমন মিলায় ভোর রাতে
বাঁচবে তুমি নিজের মতন করে
নতুন খেলায় উঠবে তখন মেতে
ভাববে আগেই গেলাম না কেন
যেদিন আঘাত পেয়ে নরম হবে মন
তখন তুমি মূর্তি গড়ার এঁটেল মাটির জন
আঘাত দিতে বাজবে তখন ব্যাথা
সেদিন তুমি শুনবে তারার কথা
আমার কণ্ঠ পাও যদি তার মাঝে
চোখের কোণ জমবে উষ্ণ সাঁঝে
জানবে সেদিন আঘাত পেয়েও হাসে
কেন কেউ কেউ বার বার ভালোবাসে
সেদিন তুমি খুঁজবে আমায় খুব
বুকভরা অভিমানে নির্বাক নিশ্চুপ
মনটা অচল সেই কথাটিই ভেবে
কেই বা তোমার আঘাত খুঁজে নেবে
সেদিন হালকা হাওয়ায় আলতো ছোবো নিজে
জানি, আঘাত করেই ভালোবেসেছ যে
মন্তব্যসমূহ