আজকে শুভ নববর্ষ। সকালের শুরুটা বেশ ছিল। ক্রিকেট খেললাম সাড়ে ছটা থেকে। দৌড়ে দৌড়ে অনেক রান নিলাম, একটা ক্যাচ নিয়ে ম্যাচ জেতালাম। বন্ধুদের পিঠ চাপড়ানো উপভোগ করলাম, বাবা মা, শ্বশুর শাশুড়ি কে ফোন করে নববর্ষ জানালাম।
এখন বাড়ি এসে নিজের প্রিয় ম্যাক নিয়ে বসেছি। এভাবেই কেটে যাক জীবনটা, মন্দ নয়।
ওদিকে ইরান আবার ইসরাইল কে আক্রমণ করেছে। কে ভুল, কে ঠিক জানিনা। শুধু মাঝেমধ্যে মনে হয় মানুষই পারে সুখে থাকতে ভূতের কিল খেতে। পৃথিবীটা এবার কোনদিকে ঘুরে যাবে কে জানে। অনেক যুদ্ধবাজ দেশ ওত পেতে আছে, তাদের কাছে আমাদের সোশ্যাল মিডিয়ার যোদ্ধারা তো শিশু।
ওদিকে আবার গিন্নির মন মেজাজ খুব খারাপ। পরীক্ষায় বাজে রেজাল্ট করে আর পড়াশোনার উচ্চকাঙ্খ পূর্ণ হবে না বলে মন তেতো করে বসে আছে। আমার কিছু করার নেই। যেটায় কিছু করতে পারব না, সেটা নিয়ে বিশেষ ভাবব না। আমি আমার মতো থাকব ঠিক করেছি। জীবনে কত কিছু জানার, দেখার, বোঝার। এভাবে মুখ লটকে থাকলে তাতে নিজেরই ক্ষতি। আর কটা দিন বেঁচে আছি কে জানে? রোগ, যুদ্ধ ছাড়াও চাকরিবাকরীর অনিশ্চয়তায় দারা, পুত্র, পরিবার, তুমি কার কে তোমার হতে কতক্ষণ।
ধুত্তর। রইলো ঝোলা, চলল তোর ভোলা।
মন্তব্যসমূহ