আজকে একটা নতুন কথা শিখলাম। ছুটি। এমন একটা দিন যেদিন দাঁত মেজে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয়, দিকবিদিক না দেখে, বাড়ির কোনো দায়িত্ব পালন না করে। যেদিকে দু চোখ যায়, ধেই ধেই নাচা যায়, এমন একটা দিন হলো ছুটি। সত্যি বলতে কি, জন্মে শুনিনি এমন কথা। এখন শুনতে হচ্ছে বৌয়ের কাছে। আমি রোজ কাজে যাই, অনেক বাইরে বেরোবার জায়গা, প্রচুর বন্ধুবান্ধবদের সাথে মেলামেশা যায়, আড্ডা ঠাট্টা হয়, ভারী মজা করি, একটু আধটু কাজের নামে প্রহসন করার ফাঁকে। আরে ভাই, কাজটাও তো ছুটিরই অঙ্গ। কিন্তু আমার বৌ বেচারি সারাদিন ঘরের কাজ করে করে, এই জেলখানায় বন্দি থেকে দিনে দিনে মারা যাচ্ছে। কাজেই তার ছুটি চাই। রোববার করে তাই সে ঘুম থেকে উঠেই দাঁত মেজে বেরিয়ে পরবে তার ছুটির মজা লুটতে। আমি সেদিন তার ঘরের সব কাজ করে দেব, বিছানা তোলা থেকে রান্না করে বাসন মজা সব। একদিন নাহয় আমায় কাজ করতে হবে, বাকি ছয়দিন তো আমার ছুটি ছুটি ছুটি। কি মজা না! বিয়ে করলে কত কিছুই না জানা যায়। সাধে কি আর মুনী ঋষিরা বলে গেছেন, নিজেকে যদি তিস মার্ খান ভেবে থাকো, তাহলে বৌয়ের ফিডব্যাক টা ন...