সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সব বদলে যাবে

করোনা ভাইরাস পরবর্তী জীবন কেমন হবে জানা নেই, তবে মনে হয় না তড়িঘড়ি খুব একটা ফের বদল কিছু ঘটবে। মানুষ আবার বাজার দোকানে ভিড় করবে, লোকেরা আবার তাদের বড়  বড়  গাড়ি নিয়ে রাস্তা দখল করে চলবে। মানুষ আবার লাখে লাখে ডিজেল গাড়ী কিনবে। হওয়াতে বিষের পরিমান আবার বাড়বে। অনেকেই হয়তো বলবেন সাধারণ মানুষের দোষ কোথায়, সরকার থেকেই তো যথেষ্ট পরিবেশ সচেতনতা দেখানো হয়নি। একটা দেশের সরকার যা করে, নাগরিক তার পালন করে, এটাই নিয়ম। তাহলে তর্ক উঠতেই পারে যে সরকার কি ভিন্ন একটি প্রাণী, তাদেরকে তো মানুষই নিয়ে এসেছে, কাজেই তারা মানুষের থেকে আলাদা ভাববে কি করে।  আমার ব্যক্তিগত অভিমত, মানুষ যতক্ষণ না নিজে বদলায়, ততক্ষন কোনো সরকার বদলাতে পারে না। সেটা বিদেশে গিয়ে আমার দিব্বি উপলব্ধি হয়েছে। পাশ্চাত্যে সরকার এমনি এমনি নিজের মানুষদের নিয়ে এতো চিন্তিত নয়, তার বড় একটা কারণ মানুষ সেখানে জীবন নিয়ে আশাবাদী, এবং নিজের জীবনটাকে কি করে আরো  সুন্দর,আরো সচ্ছল এবং সহজ করা যায়, তা নিয়ে রীতিমতো ভাবনা চিন্তা করে।  ব্যক্তি ...