সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চোখ মুছে ফেলো

চারিদিকে মৃত্যুমিছিল দেখে হাফিয়ে উঠেছি, এখন আর ভয় করে না, শুধু ক্লান্তি জাগে মনে সারি সারি মৃতদেহ পাশাপাশি শুয়ে চিতায় একসাথে আগুন, সিঁকে বেঁধা মাংসের মত প্রধান মন্ত্রী, গৃহ মন্ত্রী, মুখ্য মন্ত্রী সোল্লাসে সভা করে বাম মেলায় হাত চরম ধার্মিকের সাথে হা হাহা হাসিটাই ঝুলে থাকে হাওয়ায় শেষমেশ চারিদিকে মৃত্যুমিছিল, কান্নার অবসান হয়েছে সে কবে © ঘেঁটুফুল