সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বেশি ভাবিয়া লাভ নাই

অনেক চেষ্টা করে দেখলাম, আমি বড়দের খুব একটা বুঝতে পারিনা। তাই ভাবছি বোঝার চেষ্টাও করবো না। আমার লেখাটা অনেকদিন ধরে আটকে আছে, তার একটাই কারণ, আমি এক নারী চরিত্র নিয়ে লেখার চেষ্টা করেছিলাম, পারলাম না, আটকে গেলাম।  বরঞ্চ যতক্ষণ পিকলুর পিঠে চেপে চলছিলাম, ততক্ষন দিব্বি চলছিল ব্যাপারটা। প্রায় মাসখানেকের ওপর আটকে বুঝতে পেরেছি আমাকে সবকিছুই বলতে হবে, কিন্তু একটা ছোট ছেলের চোখ থেকে। অন্যকে বেশি বুঝে লাভ নেই, খালি নিজের অনুভুতিটা লিখতে পারলেই অনেক কিছু করা হয়ে যেতে পারে। আমাকে একবার ইয়ান বলেছিলেন পার্সোনাল ইস ইউনিভার্সাল।  আমি সেটাই মেনে চলবো এবার থেকে।   যাক, একটা চিন্তা কমলো, এবার বোধয় আবার এগোনো যাবে।